ওয়েবডিফাই বিডি - সর্বশেষ ব্লগার টেমপ্লেট, ব্লগারের জন্য এসইও, ওয়েবসাইট অপ্টিমাইজেশন, শীর্ষস্থানীয় ফ্রি ব্লগার টেম্পলেট, ইনকাম অ্যাপ্লিকেশন, ব্লগিং টিপস 2020,

04 October, 2019

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য মারাত্মক দুঃসংবাদ

ঘন্টার পর ঘন্টা মোবাইল হাতে নিয়ে বসে থাকেন এমন মানুষের সংখ্যা খুব নয়। তবে আপনি জানেন কী অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার আপনার শরীরের মারাত্মক ক্ষতি করছে?

রিসার্চ বলছে যেসব মানুষ সারা দিনে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে মোবাইল ব্যবহার করেন, তাঁদের মধ্যে মোটা হওয়ার প্রবণতা থাকে। সাধারণত মোটা হলেই বা ওজন বাড়লেই প্রবণতা থাকে হৃদরোগের। আরও নানা রোগ ব্যাধি তখন ধরে ফেলে শরীরকে। তাই বিজ্ঞানীদের পরামর্শ, মোটা হবেন না, দূরে থাকুন মোবাইল থেকে।

কলম্বিয়াতে ১০৬০ জন ছাত্রছাত্রীর ওপর সমীক্ষা করা হয়েছিল৷ এঁদের বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে। দেখা গিয়েছে, মোবাইল প্রযুক্তি মানুষের ব্যবহারে প্রভাব ফেলছে। খাদ্যাভ্যাস বদলে দিচ্ছে, জীবন ধারণের দৃষ্টিভঙ্গী বদলে দিচ্ছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে ওই সব ছাত্রছাত্রীদের ওজনে বা শরীরে। এমনই জানাচ্ছেন কলম্বিয়ার সিমোন বলিভিয়ার ইউনিভার্সিটির গবেষক মিরারি ম্যানটিলা মোরোন।

সমীক্ষায় প্রকাশ, যারা মোবাইল ফোন দিনে অনেকক্ষণ সময় ধরে ব্যবহার করেন, তাদের মধ্যে ৪৩ শতাংশ মোটা হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে বৃদ্ধি পেয়েছে স্ন্যাক্স, মিষ্টি, ফাস্ট ফুড খাওয়ার প্রবণতাও। দিনের মধ্যে বেশিরভাগ সময় মোবাইলে কাটানোর ফলে শরীরচর্চা করার প্রবণতাও কমে গিয়েছে।

অন্যদিকে, যেসব পড়ুয়ারা মোবাইল কম ঘাঁটেন, তাদের মধ্যে মোটা হওয়ার প্রবণতা অপেক্ষাকৃত অনেকটাই কম৷ জানা গিয়েছে, অনেকদিন ধরেই মোবাইলের অতি তেজষ্ক্রিয়তা নিয়ে গবেষণা করছেন অনেকে। সম্প্রতি ওয়েইজমান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তাদের একটি গবেষণার রিপোর্ট প্রকাশ করেছে।

তাদের এই রিপোর্টেই উল্লেখ রয়েছে এমন কিছু মোবাইল ফোনের নাম, যা ১৫ মিনিটের বেশি কানের পাশে থাকলেই মস্তিষ্কের সেলগুলি ক্যানসার আক্রান্ত হয়।

1 comment:

you are comment our site please read more your comment privacy & policy. Thanks You ☺ @Rakibulhasan399 #রাকিবুল_হাসান_রনি