ওয়েবডিফাই বিডি - সর্বশেষ ব্লগার টেমপ্লেট, ব্লগারের জন্য এসইও, ওয়েবসাইট অপ্টিমাইজেশন, শীর্ষস্থানীয় ফ্রি ব্লগার টেম্পলেট, ইনকাম অ্যাপ্লিকেশন, ব্লগিং টিপস 2020,

21 October, 2020

কীভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়? remove background without green screen


হ্যালো দর্শক আজ আমি আবার নিয়ে এলাম নতুন একটি ফিচার যুক্ত ইউটিউব নিউজ!  যা হয়তো আপনি মিস করতে পারবেন নাহ, তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল..

আজকের টিউটোরিয়াল মূলত্য যেসব বিষয়ে কথা বলবো তা হলো :

  •  কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন?
  • ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর কিভাবে নতুন ব্যাকগ্রাউন্ড বসাবেন?

তাহলে তো বন্ধুরা আজকের বিষয়টি তো জেনেছি তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল সঙ্গে আছি মোঃ রাকিবুল হাসান রনি

📌 কিভাবে অটোমেটিক ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন?

প্রথমমত আমরা যানি ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা মূলতো "সবুজ পর্দা" ব্যবহার করে থাকি, কিন্তু সেখানে নানা ধরনের খুঁটিনাটি থেকেই থাকে, তো তারজন্য আমরা আজ ভিডিও ব্যাকগ্রাউন্ড সবুজ পর্দা ব্যবহার না করে যেকোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তার জন্য নিচের নিয়মাবলী দেখুন....

  •  প্রথমত আপনার একটি ভিডিও প্রয়োজন
  •  আপনার ভিডিও করা ১০ সেকেন্ড বা ২ মিনিট ভিডিও যা ( হলে ভালো হয় )
  • আপনার একটি মোবাইল ফোন প্রয়োজন।

তো এখন আপনার যুদি এইসব জিনিস থেকে থাকে তো আপনাকে শুভেচ্ছা, তারপর করনিয় হলো :

এটি হচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ
করা সা
তারপর আপনার মোবাইল ফোন এ থাকা কোনো একটা ব্রাউজার বা chrome Browser  এ গিয়ে টাইপ করুন Unscreen বা এখানে ক্লিক করুন 

তারপর আপনি যুদি সফল ভাবে ওয়েবসাইটে প্রবেশ করলে, পরে আপনি সবকিছু বুঝে যাবেন। তারপর লেখা আছে  Upload Clip  এখানে চাপ দিয়ে আপনি যে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সে ভিডিওটি আপলোড করুন

তারপর আপনি কিছুখন অপেক্ষা করা পর আপনার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তাপর সেখান থেকে আপনার ভিডিও টি ডাওনলোট করুন। তারপর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ

📌 ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর কিভাবে নতুন ব্যাকগ্রাউন্ড বসাবো।

এটা হচ্ছে green kinemaster app যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক এইরকম ভাবে তৈরি করবেন ভিডিও



আপনি যুদি ভালোমত অটোমেটিক ভাবে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সক্ষম হন তবে আরো পড়ুন -

আমি মূলতো আরেকটি আপ্লিকেশন কথা বলবো তাহলো : Green Kinemaster  যা দিয়ে আমি সব ধরনের ভিডিও বানিয়ে থাকি যেমন : ফানি, কাটুন সহ নানা ধরনের ভিডিও বানাইয়ে থাকি বা সম্পদনা করে থাকি

আপনারা হয়তো এই আ্যপটি অনেক জায়গা পরিচিত হয়েছে বা অনেক ব্যবহার করছেন ইউটিউব ভিডিও বানানোর জন্য বা ইত্যাদি।

তাই আমি আজ এই আপ্লিকেশন দিয়ে কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড বসাবেন তা নিয়ে আলোচনা করবো।

প্রথমমত আপনি আপনার মোবাইল ফোন থাকা Green Kinemaster  আপ্লিকেশন মোবাইল ফোন এ নামান, আপনার কাছে যুদি Green Kinemaster  আপ্লিকেশন না থাকে তাহলে এখানে ক্লিক করুন 

তাপর আপনার ফোন এ আপ্লিকেশন ইনস্টল হলে তাপর :-
*  green kinemaster apps প্রবেশ করুন।
* তারপর Empty project এ চাপ দিন তারপর নতুন পেজ খুলবে।
* তারপর উপরে থাকা  Media Browser চাপ দিন।
* তাপর পর আপনার প্রছন্দ মত একটি ব্যাকগ্রাউন্ড ফটো নিন, আপনার কাছে ব্যাকগ্রাউন্ড ফটো না থাকলে এখানে  ক্লিক করুন  
* তাপর Layer নাম এখানে চাপ দিন।
*  তারপর Media তে চাপ দিয়ে আপনার ভিডিওটিতে চাপ দিন।
* তারপর আপনার Layer উপর ভিডিওটি অটোমেটিক ভাবে সেভ হয়ে যাবে।
* তাপর আপনার ভিডিও এ থাকা ব্যাকগ্রাউন্ডটি সরাতে Chroma Key তে চাপ দিলে আপনার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে অটোমেটিক ভাবে।

আর এবাবেই আপনি আপনার জনপ্রিয় ভিডিও থেকে অটোমেটিক ভাবে নিজের ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। কোনো রকম অন্য সাহায্য ছাড়াই।

তাহলে সমাপ্ত করছি আজকের আমাদের টিউটরিয়াল টি, এখানে বুঝতে কারো সমস্যা হলে কমেন্ট করুন বা আমার সাথে  যোগাযোগ করুন 

No comments:

Post a Comment

you are comment our site please read more your comment privacy & policy. Thanks You ☺ @Rakibulhasan399 #রাকিবুল_হাসান_রনি