ওয়েবডিফাই বিডি - সর্বশেষ ব্লগার টেমপ্লেট, ব্লগারের জন্য এসইও, ওয়েবসাইট অপ্টিমাইজেশন, শীর্ষস্থানীয় ফ্রি ব্লগার টেম্পলেট, ইনকাম অ্যাপ্লিকেশন, ব্লগিং টিপস 2020,

03 October, 2020

১০০ টি মুরগি পালন আয় ব্যয় খরচ | কৃষি হিসাব রক্ষণ পদ্ধতি ( মুরগি পালন ) webify bd


১০০ টি ডিমপাড়া মুরগি পালন পদ্ধতি, খরচ ও ব্যয়
একচাল মোরগ-মুরগি ঘর এবং ব্রুডার যন্ত্র

পারিবারিকভাবে মুরগি পালন করলে নিজেদের খাবার ডিম ও মাংসের চাহিদা মেটে। তাছাড়া অতিরিক্ত  ডিম বাজারে বিক্রি করে কিছু আয় করা ও সম্ভব।  নিচে ১০০ টি ডিমপাড়া মুরগি পালনে আয় ব্যয় হিসাব করা একটি নমুনা --

ক ) স্থায়ী খরচ।
ক ) চলমান খরচ।

ক )  স্থায়ী খরচ : মুরগি খামর আরম্ভ করার আগে যে সমস্ত খরচ হয় তাকে স্থায়ী খরচ বলে।  স্থায়ী খরচে মধ্যে জমি,মুরগি ঘর, ব্রুডার যন্ত্র, খাদ্য পাত্র ও পানির পাত্র,  ড্রাম ও বালতি, ডিম পাড়ার বাক্স ইত্যাদি খাতসমূহ উল্লেখ যোগ্য।  নিচে ১০০ টি ডিমপাড়া মুরগি পালনের ব্যয় হিসাব করার একটি ছক দেওয়া হলো
______________________________
জমি  | মুরগি ঘর  | ব্রুডার    | ড্রাম
নিজ | ১৫,০০০/- |২,০০০/- |১,০০০
ডিম পাড়ার বক্স| মোট স্থাই খরচ।
২,০০০/-   | ২২,০০০/- টাকা। _____

খ )  চলমান খরচ :  খামারে বাচ্চা ক্রয় থেকে শুরু করে দৈনন্দিন যে সব খরচ হয় তাকে চলমান করচ বলে।
বাচ্চা পালনকালে শেষ পর্যন্ত ১০০ টি মধ্যে ১২ টি মৃত্যু হয়। তাই কেনার সময় ১১২ টি বাচ্চা ক্রয় করতে হয়। চলমান খরচে মধ্যে বাচ্চার দাম, খাদ্য ক্রয়, বিদ্যুৎ খরচ, টিকা ও ঔষধ, লিটার  ( মুরগি বিছানা ), শ্রমিক ও পরিবহন খরচ উল্লেখযোগ্য।  ডিমপাড়া মুরগি মোট ১৮ মাস খামারে থাকে। পারিবারিক খামারে ১০০ টি ডিমপাড়া মুরগি পালনে চলমান খরচ হিসাব করা একটি তালিকা দেওয়া হলো ---

১.  বাচ্চার দাম প্রতিটি
উওর : ৪০/- | ৪,৪৮০
২. খাদ্য ( প্রতিটি ৫০ কেজি করে ১০০ বস্তা
উওর : প্রতিকেজি ৩৫/- ১,৭৫,০০০/-
৩. বিদ্যুৎ খরচ মাসিক ৩০০
উওর : ৫,৪০০/-
৪. টিকা ও ঔষধ
উওর : ২,০০০/-
৫. লিটার
উওর : ১,০০০/-
৬. শ্রমিক
উওর : নিজ
৭. পরিবহন খরচ
উওর : ১,০০০/-

মোট চলমান খরচ : ১,৮৮,৮৮০/- টাকা।

মোট ব্যয় = মোট স্তায়ী খরচ + চলমান খরচ = ২২,০০০/-  ১,৮৮,৮৮০/- =  ২,১০,৮৮০/- টাকা।

আয় : ডিমপাড়া মুরগি খামারে ডিম,বয়স্ক মুরগি, লিটার ও খাদ্যের বস্তা বিক্রি করে আয় করা যায়।
ডিম পাড়া শেষে প্রতিটি বয়স্ক মুরগি বাজারে বিক্রি করা যায়। তাছাড়া লিটার জৈব সার হিসেবে জমিতে এবং মাছের খাদ্য তৈরিতে পুকুরে ব্যবহার করা যায়। নিচে পারিবারিক খামারে ১০০ টি ডিমপাড়া মুরগি থেকে আয় হিসাব করার একটি তালিকা দেওয়া হলো ---

১. ডিম বিক্রি ( দৈনিক ৮০ টি,৫২ সাপ্তাহ, ৮/- প্রতিটি )
উওর : ২,৩২,৯৬০/-
২. মুরগি বিক্রি প্রতিটি ২০০/-
উওর : ২০,০০০/-
৩. লিটার বিক্রি
উওর : ৫০০/-
৪. খাদ্যে বস্তা বিক্রি ( বস্তা ১০০ টি প্রতিটি ১০/- )
উওর : ১০০০/-

মোট আয় = ২,৫৪,৪৬০/-

মোট লাভ = মোট আয় - মোট ব্যয় = ২,৫৪,৪৬০.০০ -- ২,১০,৮৮০.০০ = ৪৩,৫৮০/- টাকা।

* উল্লিখিত হিসাব অনুসারে দেখা যাচ্ছে প্রথম বছরেই স্থায়ী খরচ বাদ দিয়ে মোট ৪৩,৫৮০/- টাকা লাভ হয়েছে।

#ট্যাগ ব্যবসা করার নিয়ম, স্তায়ী খরচ, চলমান খরচ, লিটার, ১০০ টি ডিম পাড়া মুরগি আয় এবং খরচ,

Tag: দেশি মুরগির বাচ্চা পালন পদ্ধতি দেশি মুরগির বাচ্চার দাম দেশি মুরগির খাবার তৈরি দেশি মুরগির ডিম ফুটানোর পদ্ধতি

নতুন ধরনের ব্যবসা আপডেট      পেতে আমাদেরকে ফলো করুন বা সাবস্ক্রাইব করুন  এবং সাথে থাকুন

No comments:

Post a Comment

you are comment our site please read more your comment privacy & policy. Thanks You ☺ @Rakibulhasan399 #রাকিবুল_হাসান_রনি