ওয়েবডিফাই বিডি - সর্বশেষ ব্লগার টেমপ্লেট, ব্লগারের জন্য এসইও, ওয়েবসাইট অপ্টিমাইজেশন, শীর্ষস্থানীয় ফ্রি ব্লগার টেম্পলেট, ইনকাম অ্যাপ্লিকেশন, ব্লগিং টিপস 2020,

12 October, 2020

মেমোরি ও স্টোরেজ ডিভাইস - What is RAM What is ROM Difference between RAM

আজকাল কম্পিউটার বা মোবাইল ফোন ছাড়া প্রায় সকল প্রকার প্রযুক্তি  পণ্যেই মেমোরি ও স্টোরেজ ডিভাইস ব্যবহার হচ্ছে। অধুনিক  প্রযুক্তিনির্ভর সকল পণ্যেই মাইক্রোপ্রসেসর দ্বারা পরিচালিত হয়।  এ মাইক্রোপ্রসেসরকে চালনা করার জন্য কিছু নির্দেশনা দিতে হয়। এ নির্দেশনাগুলো জমা রাখার জন্য মেমোরি বা স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয়।


কম্পিউটার, স্মাটফোন, গেম কনসোল বা এ ধরনের যাবতীয় যন্ত্রোতির কাজ করার ক্ষেত্রে মেমোরি ( Memory ) অত্যন্ত গুরুত্বপূর্ণ।  মেমোরি দুই প্রকার। প্রধান বা প্রাথমিক মেমোরির গতি অত্যন্ত বেশি হওয়ায় এটি সিপিইউর সাথে তাল মিলিয়ে দ্রুত কাজ করতে সক্ষম হয়।

সাধারণত প্রধান বা মেমোরি দুই ধরনের - একটি হচ্ছে  র‍্যাম RAM বা Random Access Memory এবং অন্যটি রম Rom বা Read Only Memory.

প্রধান বা সহায়ক মেমোরি ক্ষমতা দুইভাবে প্রকাশ করা হয়।  একটি হচ্ছে গতি যা হার্টজ Hz এবং অন্যটি হলো ধারণ ক্ষমতা যা বাইট Byte দ্বারা প্রকাশ করা হয়।  এক বাইট সমান  ৮ বিট১০২৪ বাইট যেহেতু ১০০০ এর খুব কাছাকাছি সেজন্যে একে এক কিলোবাইট বলা হয়।
মেমোরি ও স্টোরেজ ডিভাইস - What is RAM  What is ROM Difference between RAM


র‍্যম { Ram  }
আইসিটি পণ্য তথ্য কম্পিউটার বা স্মাটফোনের মাদারবোর্ডের সাথে র‍্যাম সংযুক্ত  থাকে। প্রসেসর প্রাথমিকভাবে  র‍্যাম থেকে তথ্য নিয়ে তথ্য  প্রক্রিয়াজাত করে। প্রসেসর র‍্যামের যে কোনো জায়গা থেকে সরাসরি  তথ্য সংগ্রহ করে বলে একে Random  access  memory  বা সংক্ষেপে Ram বলা হয়।  এখনকার দিনে  প্রসেসরের ক্ষমতা যেমন বেড়েছে তেমনি সফটওয়্যারগুলো অনেক কার্যকর এবং জটিল হয়েছে তাই এগুলোকে মেমোরির অনেক বড়  অংশ ব্যবহার করতে হয় সেজন্যে এখনকার  কম্পিউটারগুলো জন্য কমপক্ষে ২ গিগাবাইট বা তার চেয়ে বেশি মেমোরি দরকার হয়।

প্রসেসরের গতির সাথে পাল্লা দিয়ে র‍্যামের গতিও এখন অনেক এখনে একটি বিষয়ে আপনাদের জানা থাকা একান্ত প্রয়োজন - র‍্যামে -- তথ্য থাকা না থাকা বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভরশীল। বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে এর সমস্ত তথ্য মূছে যায়।  অর্থাৎ কম্পিউটার চালু করলেই র‍্যাম প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে থাকে।  আবার কম্পিউটার বন্ধ করলে র‍্যাম তথ্য শূণ্য হয়ে যায়।

রম ROM
Rom বা Read Memory মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে।  আইসিটি যন্ত্রপাতি বা কম্পিউটার হার্ডওয়্যার সচল রাখার জন্য কিছু নির্দেশনাগুলো প্রয়োজন হয়। এ নির্দেশনাগুলো ছাড়া কম্পিউটার চালু করা যায় না। তাই রম এ নির্দেশনাগুলো স্থায়ীভাবে সংরক্ষিত থাকে বিদ্যুৎ থাকা না

থাকা উপর এই মেমোরি নির্ভর করে না। ব্যবহারকারীও বিশেষ ব্যবস্থা ছাড়া এটি মুছে ফেলতে পারে না। এ মেমোরি শুধু পাঠ করা যায় বলে একে Rom বা Read Memory বলে।  যেহেতু বিশেষ ব্যবস্থা ছাড়া এর তথ্য সংযোজন করা যায় না তাই একে স্থায়ী মেমোরি বলে।

Tag: Ram,Rom, Read Memory, Random  access  memory, computer,MICROPROCESSOR, মেমোরি বা স্টোরেজ ডিভাইস, মাইক্রোপ্রসেসর, বাইট,বিট,BYTES,Hz,What is RAM  What is ROM Difference between RAM 


No comments:

Post a Comment

you are comment our site please read more your comment privacy & policy. Thanks You ☺ @Rakibulhasan399 #রাকিবুল_হাসান_রনি